মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার মাহমুদুল হাসান (২২) নামে একজন আত্মহত্যা করেছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আ: কুদ্দুস সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার (৯ মার্চ) বিকাল ৫ ঘটিকায় উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর শাশীয়ালী গ্রামের পশ্চিম ইশাদী বাড়ির হাফেজ মাওলানা অলিউল্লাহ(দুলাল) এর একমাত্র ছেলে তার বসত ঘরের লড়ার সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে।
মাহমুদুল হাসান এর মা ফাহিমা বেগম জানায়, ছেলেকে বাদ দিয়ে আমি বাইরে যাই, কিছুক্ষণ পর এসে দেখি ছেলে আমার ঘরের লড়ার সাথে ফাঁসি দিয়ে ঝুলে আছে। আমার ডাক চিৎকারে বাড়ির সবাই এসে দড়ি কেটে তাকে ফাঁসি থেকে নামায়। মা ফাহিমা বেগম আরো জানান মাহমুদুল হাসান মাঝে মাঝে আমাকেও মারধর করতো সে অনেকটা মানসিক রোগীর মতোই আচরণ করে আসছিল।
পরিবারের অন্য লোকজন জানান, মাহমুদুল হাসান এর আগেও চাঁদপুর তার বোনের বাসায় আত্মহত্যা করার চেষ্টা করেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে প্রেরন করা হবে।