মামুন হোসাইনঃ করোনাকালিন সময়ে চাঁদপুরের ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি নামে প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফরমের ব্যানারে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রিয়েটিভ কনটেস্ট এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্টুডেন্ট কমিউনিটির অন্যতম এডমিন শুভ ভৌমিকের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এর আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।
এডমিন শামীম হাসানের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন , সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের বর্তমান কমিটির সহসভাপতি জাকির হোসেন পাটওয়ারী, মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ফরিদগঞ্জ লেখক ফোরামের মহাপরিচালক নুরুল ইসলাম ফরহাদ। আলোচনা শেষে মোট ৭টি ইভেন্টে মোট ৫১জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।