মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে।ফরিদগঞ্জ উপজেলা অন্যতম ক্রীড়া সংগঠন ফরিদগঞ্জ সদরস্থ ‘ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবে’র আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৬ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ষষ্ঠতম কাউন্সিলের মৌখিক ভোটে ক্লাবটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়াকে সভাপতি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল এবং গিয়াস উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয় এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্য-নির্বাহী কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়। নব গঠিত পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছর ক্লাবের দায়িত্ব পালন করবে।
এ দিন ক্লাবের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি আহসান হাবীব’র সভাপতিত্বে ও আনোয়ার হোসেন সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য জহিরুল ইসলাম, মোঃ শিশির পাটওয়ারী, আরিফুল হক রুবেল, নোমান শান্ত, আল-আমীন বাপ্পি, শামীম হাসান, সামুল হল নাঈম, ইয়াছিন হোসেন, মোঃ আরিফ, শ্রাভন, রাহীম গাজী সহ অন্যান্যরা।