হিলশা নিউজ রিপোর্টঃ আইপি টেলিভিশন ফাল্গুনী টিভির মতলব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও উদীয়মান সাংবাদিক শামীম আহমেদ।
১০ আগস্ট বৃহস্পতিবার ফাল্গুনী টিভির মানব সম্পদ বিভাগ কর্তৃক এ নিয়োগ প্রদান করা হয়। এর পূর্বে শামীম আহমেদ আরেক আইপি টেলিভিশন ডিবিএন টিভির মতলব উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শামীম আহমেদ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গলার জাগরন পত্রিকা ও স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ এর মতলব উত্তর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও সামাজিক ও মানবাধিকারকর্মী হিসেবেও সমাজে নানাভাবে কাজ করে যাচ্ছেন।
এক সাক্ষাৎকারে শামীম আহমেদ ‘হিলশা নিউজ’-কে বলেন, আমি চাই খবরের পেছনের খবর সবার সামনে তুলে ধরতে। নতুন গণমাধ্যমে সম্পৃক্ত হওয়ায় পূর্বের মতো সকলের কাছে পথচলায় দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।