... বিস্তারিত
ফেনীতে শিশু ধর্ষণের অভিযোগে দোকানী গ্রেপ্তার
আনোয়ার হোসেনঃ
ফেনীর একাডেমি রোডস্থ বনানী পাড়া সোমবার দুপুরে মানিক চন্দ্র দাস( ৫৫) ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ মানিক চন্দ্র দাস কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়া সুরামণি দাসের ছেলে। এর আগে শিশুটির মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। শিশুটির মা জানান বনানী পাড়া আমির হোসেন মোল্লার বাসায় ভাড়া থাকতেন তারা সেলুন দোকানদারও পরিবার নিয়ে একই বাসায় ভাড়া থাকতেন একই বাসায় ভাড়া থাকাতে সুসম্পর্ক ছিলো তাদের মধ্যে। এরই মধ্য সেলুন দোকানদারের স্ত্রী অসুস্থ থাকায় দোকানীর দুপুরের খাবার নিয়ে যায় ১০ বছরের এই শিশুটি সাথে তার ছোট বোন ছিল দোকানদার কৌশলে ছোট বোনকে সিঙ্গারা আনতে বাইরে পাঠিয়ে দেয় এবং দরজা বন্ধ করে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বাসায় এসে শিশুটি মা বাবাকে জানালে বিষয়টি নিয়ে মা বাদী হয়ে মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার পরিদর্শক ওমর হায়দার জানান ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ মানিক চন্দ্র দাস কে গ্রেপ্তার করেন। এরইমধ্যে ফেনী জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
