আনোয়ার হোসেনঃ ফেনী
পরশুরামে স্থানীয় একটি জলাশয়ে শাপলা ফুল তুলতে গিয়ে তৃতীয় শ্রেণীর শারমিন আক্তার (৯) বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি উপজেলার মির্জানগর ইউনিয়ন নিজকালিকাপুর বিজিবি ক্যাম্পের সামনে শুক্রবার (৩০অক্টোবর) সকালে ঘটেছে। সে নিজ
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায় উপজেলার নিজকালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী মো: শামিমের শিশু কন্যা শারমিন তাঁর দাদার কাছে যাবার সময় বিজিবির ক্যাম্পের সামনের জলাশয়ে শাপলা ফুল দেখে তুলার চেষ্টা করে জলাশয়ের পানিতে ডুবে যায়। শারমিনকে পানি থেকে তুলে পরশুরাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য মহি উদ্দিন ছুট্টেুা জানান শারমিন তার দাদার কাছে যাবার পথে বিজিবি ক্যাম্পের সামনে জলাশয়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। শুক্রবার বিকেলে তার মরদেহ জানাযা শেষে দাফন করা হয়েছে।
