
জয় চন্দ্র নাগঃ চাঁদপুর পৌর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ও পৌর ১২নং ওয়ার্ডের সম্ভ্যাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ ফেরদৌস খান।
১১ এপ্রিল বৃহস্পতিবার ‘হিলশা নিউজ’-কে পাঠানো এক বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ ফেরদৌস খান বলেন, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ সিয়াম সাধনা ও সংযম শেষে পারষ্পরিক সংযোগিতাপূর্ণ মনোভাবে এবারের ঈদ হয়ে উঠুক আরো প্রাণোচ্ছল ও উপভোগ্য। তাই সবাইকে আমি জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।
তিনি আরও বলেন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিবো। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ চাঁদপুর পৌর জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
