মোঃ আরিফুল ইসলামঃ সোশ্যাল মিডিয়ার ফেসবুকে অসহায়ত্ব তুলে ধরা চাঁদপুরের সাবেক ছাত্রনেতা নজরুল ইসলামের পাশে এসে দাঁড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
২১ আগস্ট সোমবার রাতে নজরুলের বাসায় গিয়ে তার চিকিৎসা খরছ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেয় নেতৃবৃন্দ।
জানা যায়, চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম। তিনি নানা সময়ে চাঁদপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ দুঃসময়ে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। তবে জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি আর্থিক দুঃদশায় জীবনমৃত্যুর সন্ধীক্ষণে দিনাতিপাত করে যাচ্ছেন। আর এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাদের দৃষ্টিগোচর হয়।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল ‘হিলশা নিউজ’-কে বলেন, দলের দুঃসময়ে যারা অতছ তাদের দুঃসময়ে কেউ এগিয়ে আসবে না তা হতে পারেনা। আমাদের সহযোদ্ধা নজরুলের অসুস্থ্যতার খবরটি ফেসবুকের কল্যাণে নজরে আসলে আমরা বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করি। তখন আমাদের আরেক সহযোদ্ধা এবং সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ সাধারন সম্পাদক পদপ্রার্থী প্রবাসী ফারুক ভূঁইয়া পলাশ কিছু নগদ অর্থ পাঠিয়েছে নজরুলকে দেয়ার জন্য। সেটাই আমরা জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তার বাসায় গিয়ে পৌছে দিয়ে এসেছি। আমরা চাই সাধ্যমতো সবাই যার যার অবস্থান থেকে অসুস্থ্য নজরুলের চিকিৎসা খরছে সহায়তায় এগিয়ে আসুক।
এসময় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, আতাউর রহমান পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।