মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জে সম্প্রতি ফ্রান্সে নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম কে কটুক্তি ও ব্যঙ্গাত্মক কার্টুন করার প্রতিবাদে ফরিদগঞ্জ ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফের উদ্যোগে ২ ই নভেম্বর রোজ সোমবার বিশাল মানববন্ধন সমাবেশ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে দরবারের পীর সাহেবের পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শাহাদাৎ হােসেন। এছাড়া আরাে বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি ফরিদগঞ্জ ইসলামী আদর্শ পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আমান উল্যা আমান,মাওলানা থােরশেদ আলম,মাওলানা হাফেজ আব্দুল্লাহ,মাওলানা কামরুল ইসলাম,মাওলানা মাঈনউদ্দিন,মাওলানা মজিবুর রহমান,কারী আবুল হাসেম,কারী জিহাদ কবির,হাফেজ সােহেল,কারী আব্দুল হক ও মাওলানা ইউছুফ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মাওলানা আরিফ হােসাইন মােসলেহী। মানববন্ধন শেষে দুজাহান ও বর্তমান গদীনিশিন পীর শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ হুজুরের জন্য বিশেষ দআ মধ্যদিয়ে শান্তিপূর্ণ কর্মসূচী শেষ হয়।
