... বিস্তারিত
ফ্রান্সে রাসূল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে হাওলাদার বাজারে মানববন্ধন
শরীফ মোঃ মাছুম বিল্লাহঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও ব্যঙ্গ চিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননার প্রতিবাদে ফ্রান্স সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইমানদার তৌহীদি জনতা।
গতকাল ৩ নভেম্বর দুপুরে হাইমচর উপজেলার হাওলাদার বাজরে তৌহিদী জনতার অংশগ্রহনে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ফজলুর রহমান এর সভাপতিত্বে ও আয়োজন কমিটির আহ্বাযক অলি আহাম্মদ মিজির সঞ্চালনায় বক্তব্য রাখেন দারুল আরকাম ইসমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকী, তাহফিজুল উম্মাহ স্কুল এন্ড মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, লড়াই চর মাদরাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন মিজি, আনোয়ার গাজী, মোঃ আনোয়ার বেপারী, হুমায়ুন চৌকিদার, রাসেল বেপারী, শরীফ গাজী, আল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ফ্রান্সের বহুতল ভবনে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে আড়াই শ কোটি মুসলমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। হৃদয়ে রক্ত ক্ষরন তৈরি করে দিয়েছে। সুধু তাই নয়, ইসলাম ধর্মের উপর মারাত্মক ভাবে আঘাত করেছে।
তারা আরও বলেন- ফ্রান্সের সেই প্রেসিডেন্ট কুলাঙ্গার কে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। নতুবা ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলন করতে বাধ্য হবে।
