স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা চার খলিফার একজন বর্ষিয়ান জননেতা নূরে আলম সিদ্দিকী বুধবার (২৯ মার্চ) সকাল ৮ টায় গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক সদস্য মরহুম আবদুল মোতালেব চৌধুরী ও পেয়ারা বেগম ট্রাস্টের চেয়ারম্যান চাঁদপুরের রাশেদ আহমেদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এক শোক বার্তায় চৌধুরী পরিবারসহ চাঁদপুর জেলা বাসির পক্ষ থেকে মরহম নুরে আলম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।