মোঃ হোসেন গাজীঃ হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে হাইমচর উপজেলার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, আলোচনা ও দোয়া ও মিলাদের মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৭মার্চ শুক্রবার হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ-সভাপতি এম এ বাশার,হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম জাহিদ,চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম সিকদার, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী,
হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম(সোহেল) পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু সরকার, হাইমচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রবিউল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সহ হাইমচর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ
বক্তব্যে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেছেন বলেই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে।