মজিব পাটোয়ারীঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পশ্চিম বাজারে আনন্দ প্যালেসের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সম্পন্ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলেন, দ্বাদশগ্রাম ইউনিয়নের নির্বাচনে নৌকার এমন পরাজয় সম্পূর্ণ দায় তার বলে অঝরে কান্নায় ভেঙ্গে পড়লেন তিনি। নৌকার এমন পরাজয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়াজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার সুজন, ৬নং বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, ৭নং বড়কুল ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি। ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।