মামুন হোসাইনঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে মুক্তিযুদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী শেখ মোহাম্মদ শাহআলম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাবিবুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, আজকে মুক্তিযোদ্ধা সন্তানদের মিলন মেলা, কোন ব্যক্তি যদি বলে কারো দয়ায় পাইনি দেশ এটা মিথ্যা কথা। মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় তাদের অবদানের মাধ্যমে পেয়েছি দেশ,বঙ্গবন্ধুর নেতৃত্ব পেয়েছি বঙ্গবন্ধুর বাংলাদেশ।এদেশ রক্ষা করার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের সন্তানদের।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্ব দ্বীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। ঠিক সেভাবে মুক্তিযোদ্ধাদের সন্তানরা একেই ইউনিটির মাধ্যমে কাজ করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল কে এগিয়ে আসতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আবু নাছের পাটোয়ারী বাচ্চু।
এই সময় উপস্হিত ছিলেন ঢাকা ডিএমপির সহকারি কমিশনার মোঃ শাহাদাত হোসেন,জেলা কমান্ডার সাইফুল ইসলাম সেন্টু,ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী কামরুল হাসান সাউদসহ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।