স্টাফ রিপোর্টারঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বুধবার ইফতার পূর্বে চাঁদপুর শহরের রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি শোষিতের পক্ষে সব সময় কথা বলবো। আমি আমার সবটুকু দিয়ে শোষিতের পাশে থাকবো এবং তাদের সেবা করবো। কোনভাবেই শোষণকর্তাদের মাথাচারা দিয়ে উঠতে দিবো না।
তিনি আরও বলেন, আমি মানুষের সেবায় অতন্দ্র প্রহরী হিসেবে আছি এবং সবসময় থাকবো। চাঁদপুরে মেধাবী ও গুনিজনের জন্ম হয় কেননা এ মাটি উর্বর মাটি। তাই পুরো চাঁদপুর এবং চাঁদপুরের মানুষ এ দেশের সম্পদ।
সুজিত রায় নন্দী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, তোমাদের কলম হোক শোষিতের পক্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আগে লেখাপড়া পরে রাজনীতি। সবশেষে আজকের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলবো ভোগে সুখ নয় ত্যাগেই পকৃত সুখ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফরিদ আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভির ইসলাম নিশাতের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের ছাত্র অধ্যাপক রনজিৎ কুমার বনিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি নাহিদ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আঃ রব ভুঁইয়া,ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন ওমর ফারুক বান্না।