শ্যামল সরকারঃ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন দেশের উন্নয়ন বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।
শুক্রবার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে গণতন্ত্র দিচ্ছেন। এই দেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে সারা বিশ্বের বুকে পরিচিত করেছেন। সারা বিশ্ব একবাক্যে বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর তাই শেখ হাসিনা সারাবিশ্বে একজন বিশ্বনন্দিত নেত্রী। এসময় মন্ত্রী বলেন, বিগত বিএনপি জামায়াতের আমলে নারীরা অনেক পিছিয়ে ছিলো এবং নানামুখী নির্যাতনের স্বীকার হতো যা এখন কমেছে।
অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, যুব মহিলা লীগের সভাপতি প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হেলাল হোসেনসহ অন্যান্যরা।