স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার বিকেলে মৎস্য গবেষনা ইনিস্টিউটের ভিতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
এসময় তিনি বলেন, হাটি হাটি পা পা করে এই কলেজটিকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি। এই প্রতিষ্ঠানটি বিশেষ বিবেচনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা হচ্ছেন শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার। আমরা চাই সিটি কলেজ লেখা পড়া খেলাধুলা ও সাংস্কৃতিতে অলরাউন্ডার হবে। এই প্রতিষ্ঠানটিকে আমরা মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, নীতি ও আদর্শের প্রশ্নে কখনো মাথা নত করা যাবে না। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু বলছে শিক্ষার্থীদের কলম হবে সৎ ও ন্যায়ের পক্ষে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার শাহ-নেওয়াজ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের আজীবন দাতা সদস্য আতাউর রহমান পাটওয়ারীর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম, বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, জেলা যুবলীগের সাবেক নেতা হারুন হাওলাদার, জেলা মৎসজীবি লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান প্রমূখ।
সবশেষে শিক্ষার্থীদের পরিবেশিত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিসহ সবাই।