মোঃ হোসেন গাজীঃ বঙ্গবন্ধু লেখক পরিষদ চাঁদপুর জেলা শাখার কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হওয়ায় তা অব্যাহত রাখার তাদিগ দিলেন সংগঠনটির সভাপতি সামীম আহমেদ খান।
১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমীতে সংগঠনটির এক জরুরী সভায় তিনি সবার উদ্দ্যেশ্যে এই তাদিগ দেন।
সামীম আহমেদ খান বলেন, ভাষার মাস ফেব্রুয়ারীতে আমরা বেশকিছু কাজ হাতে নিচ্ছি। তা সবাই মিলে সফল করতে হবে।মনে রাখতে হবে এই সংগঠনটির নামের সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম জড়িত রয়েছে। তাই ব্যাতিক্রমী কার্যক্রমের মাধ্যমে লেখকদের স্বার্থে এই সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাচ্ছি।
সভায় দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর সাহিত্য ফোরাম এর সদস্য সচিব অমরেশ দত্ত জয় বলেন, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে অনেকেই সংগঠনের নামে দোকান খুলেছেন। আশা করবো বঙ্গবন্ধু লেখক পরিষদ পূর্বের ধারাবাহিক কার্যক্রমের গতিশীলতা বাড়িয়ে বঙ্গবন্ধুর নাম জড়ানো এই সংগঠনির মর্যাদা অক্ষুন্ন রাখবে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।
বঙ্গবন্ধু লেখক পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লেখক শেখ মহিউদ্দিন রাসেল, জেলা সাংবাদিক ক্লাবের প্রচার সম্পাদক শ্যামল সরকার, হাওয়াইন গিটার শিল্পী দিলীপ কুমার ঘোষ, লেখক মোঃ মনির হোসেন খান, সাংবাদিক মোঃ রুহুল আমিন, গিটারিস্ট মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত প্রমূখ।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরীতে অংশগ্রহণ ও শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ২৬ ফেব্রুয়ারি আলোচনা সভা, হাওয়াইন গিটার সন্ধ্যা, কবিতা আবৃত্তি ও গান করার কর্মসূচী হাতে নেয়া হয়।