মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বজ্রপাতে নিহত সাইফুল ইসলাম সরকারের পরিবারকে অর্থসহায়তা দেয়া হয়েছে।
২৫ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে নিহতের পরিবারকে এই নগদ অর্থ সহযোগিতা তুলে দেয়া হয়। এই নগদ অর্থ তুলে দেন হাইমচর ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী।
এসময় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।