... বিস্তারিত
বর্ণাঢ্য আয়োজনে আবির দাসের ৩য় জন্মদিন পালিত
সজল চন্দ্র দাসঃ চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডে শেখেরহাটের দাসবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আবির দাসের ৩য় জন্মদিন পালিত হয়েছে।
১৯শে ডিসেম্বর শনিবার পারিবারিক আয়োজনে এই জন্মদিন পালিত হয়।
এ ব্যপারে আবির দাসের পিতা রানা দাস এবং মাতা মুক্তা রানী দাস ‘হিলশা নিউজ’-কে জানান, আজকের এই শুভদিনে আমাদের ঘর আলো করে আবির এই পৃথিবীতে আসে। তাই এই দিনটি আমরা অত্যান্ত আনন্দঘনভাবে উদযাপন করে থাকি।আমাদের সন্তান যাতে ভালো মানুষ হয়ে সমাজের সেবা করতে পারে। সেজন্য সকলের নিকট আবিরের জন্য আশির্বাদ কামনা করছি।
এদিকে এই জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুরঞ্জন দাস, লিটন দাস, মানিক দাস, ঝুটন দাস, জয়দেব দাস, জয়দেব দাস(২), প্রান কৃষ্ণ দাস প্রমুখ।