স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদে সভাপতি সুদীপ্ত সরকার সূর্য এবং সাধারণ সম্পাদক শিপন বাড়াইক এর নাম ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র সংগঠন।
শনিবার এই নবাগত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আকাশ চৌধুরী।
তিনি বলেন, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব থেকে সংগঠন থেকে বিদায় নেওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পরে সঠিক নেতৃত্বের হাতে সংগঠনের মশাল জ্বলবে এটা শুনতে পেয়ে আমি গর্বিত। আমি ওদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।