স্বপন কর্মকার মিঠুনঃ সম্প্রতি বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার কমিটি অনুমোদনক্রমে ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানায়, চাঁদপুর জেলা জাতীয় হিন্দু মহাজোট কমিটিতে যাদের নির্বাচিত করা হয়েছে তারা হলেন, শিবু চন্দ্র দাস (সভাপতি), উত্তম গোস্বামী ( সাধারণ সম্পাদক),
শ্রী কিশোর সিংহ রায় (নির্বাহী সভাপতি) এবং সিনিয়র সহ-সভাপতি নারায়ন পোদ্দার, দিলিপ অধীকারি, সহ-সভাপতি সুমন চন্দ্র দাস, বাসুদেবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারি গোস্বামী ও মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামনিক যৌথ স্বাক্ষরিত মোট ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
জেলার কমিটি অনুমোদন পাওয়ায় নবগঠিত কমিটিকে জাতীয় যুব মহাজোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদের সঙ্গে স্বক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করে।
আগামী দিন গুলোতে সাংগঠনিক কার্যক্রম তরাম্বিত করতে নবগঠিত নেতৃবৃন্দ জাতিয় হিন্দু মহাজোটসহ সকল সহযোগী সংগঠনের সহায়তার আহবান জানান।