হিলশা নিউজ রিপোর্টঃ বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন চাঁদপুরের জসিম উদ্দিন।
১২ এপ্রিল বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের গেলো ২০২২ সালের ২৩ অক্টোবরে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভার ৬নং সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুরের চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন শেখ কে আমাদের বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে কো-অপশনের মাধ্যমে নিয়োগ করা হয়েছে। আশা করি ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে।
এদিকে এক সাক্ষাৎকারে ‘হিলশা নিউজ’-কে জসিম উদ্দিন বলেন, এই সিদ্ধান্তের চিঠিটি গত ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এটি নতুন কিছু নয়। আমি যাতে সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি এজন্য সবার দোয়া চাই।