হিলশা নিউজ রিপোর্টঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নামের সংগঠনটি ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। আর প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গসহযোগী সংগঠন হিসেবে দায়িত্বেরসহিত কাজ করে যাচ্ছে।
দেশের জাতীয় রাজনীতিতে সব সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই এই সংগঠনটির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও সমাজসেবিকা তপতী কর।
তিনি শুভেচ্ছা জানাতে গিয়ে ‘হিলশা নিউজ‘-কে দেয়া সাক্ষাৎকারে তপতী কর বলেন, দেশের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহিলা আওয়ামী লীগ সংগঠনটিতে বর্তমানে কেন্দ্রীয়ভাবে সভাপতি হিসেবে রয়েছেন সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদা বেগম দায়িত্ব পালন করছেন। তাদের দেখানো পথে হেঁটেই চাঁদপুর থেকে জননেত্র শেখ হাসিনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের অধ্যাপিকা মাসূদা নূর খান আপা। আমরা তার সহযোদ্ধা হয়ে চাঁদপুরের রাজনীতির মাঠে রয়েছি সব সময়।
তপতী কর ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, আমাদের অভিভাবক চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপা। যার হাতকে শক্তিশালী করে দলকে সুসংগঠিত করে সর্বসাধারণের সেবায় কাজ করে যাওয়ায় হচ্ছে আমাদের অঙ্গিকার। আমি মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলার বিভিন্ন ইউনিটের মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ সকল নারী নেত্রীদের জানাচ্ছি অন্তরের অন্তস্তল থেকে সংগ্রামী শুভেচ্ছা।