প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভা ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা পুরানাপল্টনস্হ মুক্তিভবনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক মো.মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো.বিলাল হোসেন, দিনাজপুরের মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা মহনগরের আহবায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় সদস্য ও মুন্সিগঞ্জের সদস্য সচিব নূরে আলম বিপ্লব,চট্টগ্রাম জেলা সভাপতি অমৃত কারণ, কেন্দ্রীয় সদস্য ও চাঁদপুর সদরের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ঢালী, ঢাকা মহানগের সদস্য সচিব মো.গোলাম কিবরিয়া,কেন্দ্রীয় সদস্য রাজিয়া সুলতানা, আশরাফুল আলম, আনোয়ার হোসেন ও এনায়েত হোসেন।
সভা হতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রামের অমৃত কারণ, মুন্সিগঞ্জের পরিমল চন্দ্র ঢালী, ঢাকা মহানগরের মোহাম্মদ ইয়াছিনকে যুগ্ম আহবায়ক, চট্টগ্রামের বিপ্লব দত্ত, লক্ষীপুরের রনজিত দাস ও আনিস রহমান, ঢাকা মহানগরের মো. গোলাম কিবরিয়া, আশরাফুল আলম, আনোয়ার হোসেনকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় মোহাম্মদ ইয়াছিনকে আহবায়ক ও নূরে আলম বিপ্লবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।