প্রেস বিজ্ঞপ্তি : এমপিওভূক্ত শিক্ষকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কুমিল্লা জেলা কমিটি গঠনকল্পে এক সভা ১৮ আগস্ট, শুক্রবার,বিকাল ৪ টায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কুমিল্লা জেলা সদস্য সচিব বিপ্লব মজুমদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. বিলাল হোসেন, ঢাকা মহানগরের আহবায়ক মোহাম্মদ ইয়াছিন।
সভা পরিচালনা করেন দেবিদ্দার উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন।
সভায় সংগঠনের সফলতা-ব্যর্থতা নিয়ে বিশদভাবে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে শাম্তি ভূষণ দেবনাথকে সভাপতি, মো. মেজবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কুমিল্লা জেলার অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. আমির হোসেন,মো. আক্তারুজ্জামান, মো. আবুল কাশেম ও মো. মুক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও মো. মিজানুী রহমান, সদস্য পদে আছেন, মো. ইলিয়াছ হোসেন, আব্দুল আউয়াল, সুব্রত সরকার ও মো. সেলিম মিয়া।
আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করতে সিদ্ধান্ত হয়। আগামী ১৫ সেপ্টেম্বর প্রথম জাতীয় সম্মেলনের পর জেলা সম্মেলন করতে উপস্হিত সকলে সম্মতিজ্ঞাপন করেন।