স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীধাম চন্দ্র দাসের মা সবিতা রানী গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
২০ ফেব্রুয়ারী রোববার বিকালে তিনি চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নস্থ চরমেশা গ্রামে অসুস্থ্য হয়ে পড়েন।
বিষয়টি ‘হিলশা নিউজ‘-কে নিশ্চিত করেন সবিতা রানীর একমাত্র ছেলে শ্রীধাম চন্দ্র দাস নিজেই।
তিনি ‘হিলশা নিউজ‘-কে রাতে জানান, আমার মা প্রথমে অসুস্থ্য হয়। এর কিছুক্ষণের মধ্যেই তিনি স্ট্রোক করেন। এখন মা ঢাকার একটি হাসপাতালের আইসিউতে রয়েছেন। আমি আমার মায়ের সুস্থ্যতার জন্য ভগবানের কাছে আশির্বাদ কামনা করছি।
এদিকে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীধাম চন্দ্র দাসের মায়ের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিভিন্ন সনাতনীসহ সমাজিক মহল ভগবানের কাছে প্রার্থণা করছেন।