স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ছেলে রাজীব চন্দ্র সাহা।
২ এপ্রিল রোববার রাতে শহরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদার। তিনি বলেন, আমি আশির্বাদ করি রাজীব আরও অনেক বড় হবে। ভবিষ্যতেও সে চাঁদপুরের সুনাম অক্ষুন্ন রাখবে।
অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের সমন্বয়ক রতন চন্দ্র দাস, জেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক রঞ্জিত রায় চৌধুরী,সদস্য সচিব কানু দত্ত, রতন দাস, বিপ্লব দাসসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাজীব চন্দ্র সাহা এর আগে চাঁদপুর জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন।