মামুন হোসাইনঃ চাঁদপুরে বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের নিয়মিত মাসিক আয়োজন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সরকারি কলেজ বাংলা বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডা সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক শরীফ মাহমুদ চিশতীর সভাপ্রধানে সাহিত্য সম্পাদক কবি শাহমুব জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অমর চন্দ্র দাস।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক রহীম বাদশা। আড্ডায় স্বরচিত গল্প পাঠ করেন কবি ও সাহিত্যিক শাহমুভ জুয়েল, স্বরচিত কবিতা আবৃত্তি করে তরুন কবি দান্তন্য ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার সালাহ উদ্দিন সানী, কলেজ শিক্ষক কাজী সাইফ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাইমা ইসলামসহ সাব্রক ও বর্তমান শিক্ষার্থীদের কয়েকজন। প্রথম আড্ডা হিসেবে সকলের অংশগ্রহনকে ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।
ইংরেজী মাসের শেষ শনিবার(২৯অক্টোবর) আগামী আড্ডা এবং নিয়মিত আড্ডার তারিখ ঘোষণা করা হয়।