মহসীন আলমঃ হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মানিক মিয়া। তিনি গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক সভায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সর্বোচ্ছ ভোট পেয়ে নির্বাচিত হন।
তিনি ১৩ ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া অন্যদের মধ্যে ইউপি’র ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা বেগম ১৩ ভোটের মধ্যে ৮ ভোট ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার ৫ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে পালনের জন্য নির্বাচিত হয়েছেন।
উক্ত প্যানেল চেয়ারম্যান নির্বাচনকালে বিভিন্ন সংগঠনের রাজনীতবিদ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
জানা যায়, মোঃ মানিক মিয়া এবার তৃতীয়বারের মতো ইউপি সদস্য হিসেবে নির্বাচনে জয়লাভ করেন। তিনি উক্ত ওয়ার্ডের চতন্তর বেপারী বাড়ীর সন্তান।নিজেকে জনসেবায় নিয়োজিত রাখার পাশাপাশি এলাকাবাসীর সার্বিক কল্যাণে কাজ করতে সব সময় চেষ্টা করেন। তাই ইতি মধ্যেই তিনি তার যথাযথ সামর্থ, অভিজ্ঞতা ও কর্ম দক্ষতা দিয়ে তার দায়িত্ব পালনের জন্য জনসাধারণ কাছে আস্তাভাজন ও গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হন।
তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব পালনে ইউপি চেয়ারম্যান সহ অন্যান্য সদস্য, রাজনীতিবিদ ও এলাকার জনসাধারণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।