মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর তা’লিমুল কোরআন একাডেমী’র পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১২ এপ্রিল বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠানে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ও মাওলানা ওমর ফারুক এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা একে এম অলিউল্লাহ, এটিএম আলতাফ হোসেন, হযরত মাওলানা ওয়ালী উল্লাহ, হযরত মাওলানা বিল্লাল হোসেন, চাঁদপুর আল আমিন একাডেমির শিক্ষক কাইয়ুম শেখ, ডাঃ ইকবাল খান, মাওলানা ইসলাম হোসেন খান, সেলিম পাটওয়ারী প্রমুখ।