স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ‘ইউনিয়ন উন্নয়ন সমন্বয়’ (ইউডিডিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ২ আগস্ট সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
বাগাদী ইউনিয়ন পরিষদের অফিস সহকারী নুর নবী পরিচালনায় বক্তব্য রাখেন, বাগাদী ইউনিয়ন পরিষদের সচিব মো. শহিদ আলম পাটওয়ারী, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল মান্নান মিয়াজি, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মোল্লা, ইউপি সদস্য মুনসুর খান, ফজলুর রহমান, ইলিয়াস খান প্রমুখ।