মনির হোসেন খানঃ
চাঁদপুর শহর তলীর অদূরে বাগাদী চৌরাস্তায় নুর মার্কেটের নিচতলায় সিলভার স্পুন্স নামে একটি ফাষ্ট ফুড রেষ্টুরেন্ট উদ্বোধন হলো।
গত ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রেষ্টুরেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল এবং শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র হুমায়ন কবির খান, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জসিম উদ্দিন রাসেল। এসময় আরো উপস্হিত ছিলেন শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দীপু, শহর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, স্হানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।
শুক্রবার সন্ধ্যায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উক্ত রেষ্টুরেন্টটির পথচলা শুরু হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাগাদী ইসমাইলীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ খান।
উদ্বোধনের দিনেই রেষ্টুরেন্টটিতে ফাষ্ট ফুড প্রেমী অনেক খদ্দেরদের ভিড় লক্ষ করা যায়। তাদের ভেতর আল আমিন বিদ্যালয়ের শিক্ষিকা তাহনাজ ও আরেক শিক্ষিকা শিউলিকে রেষ্টুরেন্টে বসে ফ্রেঞ্চ ফ্রাই ও চিকেন খেতে দেখা যায়।
তাদের কাছে রেষ্টুরেন্টের খাবার মান স্বাধ ও পরিবেশ সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বলেন, এখানকার খাবারের মান ও স্বাধ ভালো এবং রেষ্টুরেন্টটির পরিবেশও মনোরম। তারা এই ফাষ্ট ফুড কোঁটে নিয়মিত আসবেন বলে জানান।
উক্ত রেষ্টুরেন্টটির স্বত্বাধিকারী আলমগীর হোসেন উপস্হিত সকল অতিথি ও খদ্দেরদের কাছে তার এই নতুন প্রতিষ্ঠানটির জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।