হাইমচর সংবাদদাতাঃ চাঁদপুরের হাইমচরে ভবন নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি রেষারেষির জেরে বাড়ীতে ঢুকে প্রবাসীর স্ত্রী সন্তানকে মারধরের অভিযোগ থানা করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ।
২২ আগস্ট মঙ্গলবার সকালে ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের আখন বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, এমরান আখন এবং আব্দুর রহমান দুই ভাই। তাদের মধ্যে বাড়ীর ভবন নিয়ে দ্বন্দ চলছে। এরমধ্যে এমরান বর্তমানে জীবিকার তাগিদে প্রবাসে পারি জমিয়েছে। বাড়ীতে তার স্ত্রী ও কন্যা সন্তান বসবাস করছে।
এমরানের স্ত্রী খুকি বেগম বলেন, তাদের ভাইয়ে ভাইয়ে বাড়ী নিয়ে দ্বন্দ এবং যা আদালতে মামলা চলমান। সেই জেরে আমার মেয়েসহ আমাকে বাড়ীতে এসে একা পেয়ে জোড়পূর্বক মারধর এবং এই বাড়ী থেকে বের হয়ে যেতে নানাভাবে লাঞ্চিত করতে থাকে আমার দেবর। পরে বিষয়টি আমরা আইনের আশ্রয় হিসেবে থানায় অভিযোগ দিয়েছি। আমার দেবর আব্দুর রহমান আদালতে মামলা হেরে গিয়ে বেপরোয়া হয়ে উঠায় আমরা এখন আতঙ্কিত।
অভিযোগ প্রসঙ্গে দেবর আব্দুর রহমান বলেন, ওই বসতঘর আইনগতভাবে আমার এবং সকল প্রমাণাদিও আমার কাছে রয়েছে। আমি ওনাদের বাড়ী ছেড়ে দিতে বলার জন্য ওই বাড়ী গিয়েছি এবং হয়তো ভাবীর সাথে একটু কথাকাটি হয়েছে। কিন্তু গায়ে হাত তোলা বা মারধরের ঘটনা ঘটাইনি। আমিও ন্যায় বিচার পেতে থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে হাইমচর থানার এএসআই নাসরুল মমিন বলেন, জরুরী সেবা ৯৯৯ থেকে আসা কলে এক নারীর আর্তনাদ শুনে উর্দ্ধতনের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং তাদেরকে সব ধরনের কাগজপত্র নিয়ে থানায় আসতে নির্দেশনা দিয়েছি।