স্টাফ রিপোর্টারঃ বাবা মরা এসএসসি পরীক্ষার্থী ফেরদৌসী আক্তারের পাশে এসে দাঁড়িয়েছে স্কুল ম্যানেজিং কমিটি। রঙ্গীন স্বপ্ন পূরণে দেখিয়েছেন উচ্চ শিক্ষার আশা।
৩ মে বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী।
জানা যায়, সকালে ফেরদৌসী আক্তারের বাবা মারা যান। আর এমন খবর পেয়ে ওই শিক্ষার্থীর যাতে মনোবল ভেঙ্গে না পরে সেজন্য স্কুল ম্যানেজিং কমিটি উদ্যোগ নেয়। স্কুলের শিক্ষকগণ ওই শিক্ষার্থীর বাসায় যান এবং তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন।
আরও জানা যায়, ফেরদৌসী আক্তার চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী। বুধবার সে আশিকাটি ইউনিয়নের এম এম নূরুল হক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফেরদৌসী আক্তার একই ইউনিয়নের ভাটেরগাঁও এলাকার বেপারী বাড়ির (ইচলী বাড়ি) মৃত মকবুল হোসেন বেপারীর ছোট মেয়ে।
স্থানীয়রা জানায়, মৃত মকবুল হোসেন বেপারী দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি ব্রেনস্ট্রোক করেন এবং একবার গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। সর্বশেষ দুদিন আগে তিনি জ্বর ও পেটব্যথা নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মকবুলের দুই মেয়ে।
এ বিষয়ে শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, আমরা ফেরদৌসীর বাবার মারা যাওয়ার খবর পাওয়া মাত্র ওর বাড়ীতে স্কুলের শিক্ষকদের পাঠিয়েছি। ওনারা ফেরদৌসীকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছে। আমি নিজে ফেরদৌসীর মায়ের সাথে কথা বলেছি।ভবিষ্যতে যদি ফেরদৌসী উচ্চ শিক্ষার জন্য কোন সহযোগিতা চায় আমরা ওর পাশে আছি।