মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটের মেসার্স স্মৃতি ট্রেডার্সের স্বত্বাধিকারী, সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গেলো বেশ কয়েক দিনযাবৎ তিনি ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হতে হয়।
৪ আগষ্ট বৃহস্পতিবার ব্যবসায়ী মাইনুল ইসলাম মমিন এর পরিবার ‘হিলশা নিউজ‘-কে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদারমনি মানুষটার জন্য মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে তার জন্য দোয়া চাইছি।