রিয়ন দেঃ চাঁদপুরের বাবুরহাট অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের আগামী দুই বছরের কার্যকরি কমিটির পরিচিতি সভা আনন্দঘন পরিবেশে করা হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা করা হয়। সভায় ১ জুলাই ২০২২ হতে ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নবাগত কমিটির সকলকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বাবুরহাট অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের সাবেক সভাপতি ব্রজ গোপাল আশ্চার্যের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মোঃ মহসিন জমাদারের সঞ্চালনায় সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নবাগত কমিটির উপদেষ্টা পরিষদে আ্যড. জহিরুল ইসলাম মিজি, বাবু ব্রজ গোপাল দাস (দুলু), মোঃ খালেক মিজি, বাবু অনিল আচার্য্য, মোঃ সাহাবুদ্দিন সরকারের নাম ঘোষণা করেন।

এছাড়াও কার্যকরি পরিষদের সভাপতি পদে শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধন চন্দ্র দত্ত, সহ-সভাপতি পদে মতলব উত্তরের গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রধান, মতলব উত্তরের নাউড়ি বাজারের বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী মোহাম্মদ লিয়াকৎ আলী বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাস,অর্থ সম্পাদক কানাই চন্দ্র শীল, সাংস্কৃতিক সম্পাদিকা সপ্তমী রানী দত্ত, মহিলা সম্পাদিকা জ্যোস্না রানী মজুমদার, প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান জমাদার, কার্যকরি সদস্য মোঃ মহসিন জমাদার, ব্রজ গোপাল আচার্য, মামুনুর রশিদ, মোঃ অহিদ সরকার, স্বাধীন চন্দ্র দত্ত, মাহিমা রানি দাস তৃষা, মোঃ সুমন তপদার, সৌরভ চন্দ্র দত্ত ও হৃদয় চন্দ্র শীল এবং সদস্য পদে মোঃ ওমর ফারুক, মোঃ হালিম গাজি, মোঃ মুন্না শেখ ও সোহাগ চন্দ্র তালুকদারের নাম ঘোষণা করেছেন।
পরে নাবগত কমিটি গঠন উপলক্ষ্যে সকলের মধ্যে মিষ্টি বিতিরণ করা হয়।