স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোঃ মুহসীন আলম কে সদর উপজেলার বালিয়া ত্রিপুরা জাতি সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
১৭ জুলাই মঙ্গলবার রাতে থানার ওসির কক্ষে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়া ত্রিপুরা সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা, সাধারন সম্পাদক খোকন ত্রিপুরা, উপদেষ্টা নারায়ন ত্রিপুরা, কম্পিউটার প্রশিক্ষক মোঃ তানভীর আহম্মেদসহ বালিয়া ত্রিপুরা জাতি সংস্থার সকল নেতৃবৃন্দ।
এসময় চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোঃ মুহসীন আলম বলেন, আমি আপনাদের কে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। পূর্বে যেভাবে নানাকাজে থানা পুলিশের থেকে সম্মান পেয়েছেন। আশা করি আমিও আপনাদেরকে আরো বেশী সম্মান করবো এবং সংস্থার সকল সার্বিক কাজে ওসি হিসেবে আপনাদের প্রতি আমার সহযোগিতা থাকবে।