রিয়ন দেঃ সামাজিক অবক্ষয় বাল্য বিবাহ ও ইভটেজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিশোর-কিশোরী শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম।
২৯ আগস্ট সোমবার সকালে শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে ‘সাবাই মিলে’ প্রতিষ্ঠানের উদ্যোগে এই সচেতনতামূলক সভা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে সবাই মিলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তানিয়া ইসলাম বলেন, করোনা কালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে এবং পারিবারিক চাপে বাল্যবিবাহ বেড়ে গিয়েছে। অনেকে না বুজেই করোনাকালে বাল্য বিবাহ করে নিয়েছিলো। পাশাপাশি ইভটেজিং এর মতো সামাজিক ব্যাধিতে জড়িয়ে পড়ছে। যা মূলত নিজের জীবন চলার পথে নিজেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক সমীক্ষা অনুযায়ী সমাজের ৫১% মেয়েরা বাল্য বিবাহের আওতায় রয়েছে। এর মধ্যে ২৯% মেয়েরা ১৮ বছরের আগে এবং ২২% মেয়েরা ১৫ বছরের আগেই শুধুমাত্র না জানার জন্য বাল্য বিবাহে জড়িয়ে যায়।
তানিয়া ইসলাম আরও বলেন, বাল্য বিবাহ অনেকক্ষেত্রেই নারীদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই এই ক্ষতিকারন ব্যাধী সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি ইভটেজিং এর বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। এক্ষেত্রে যেকোন সহযোগিতা ও পরামর্শ নিয়ে সবার পাশে থাকবে আমাদের সবাই মিলে। আমরা প্রতি সাপ্তাহেই বাল্য বিবাহ, ইভটেজিং, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও পড়াশোনা সম্পর্কিত নানা বিষয় নিয়ে কাজ করি। আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সবাই মিলে প্রতিষ্ঠানের সদস্য রাসেল পারভেজ, শাহালম বেপারি, আযান, লাভলী, এস জেমিকা, আসিয়া আক্তার প্রমূখ।