অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর টু চট্টগ্রামে এখন থেকে আরামদায়ক নিরাপদ ভ্রমণ দিচ্ছে বিআরটিসি এসি বাস সার্ভিস। ৬ই ফেব্রুয়ারী হতে বিআরটিসি’র এই বাসটি যাত্রীদের নিরাপদ ভ্রমণের আস্থা হয়ে উঠেছে। বাসটি দিয়ে মাত্র সাড়ে ৩ ঘন্টা সময়ের মধ্যেই চাঁদপুর থেকে চট্টগ্রাম পৌঁছানো সম্ভব বলে জানা গেছে। আর এর জন্যে যাত্রীদের জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে মাত্র ৪’শ টাকা। ৪৫ সিটের এই বাসটিতে শুয়ে শুয়েও যাত্রী ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে।
এসব বিষয় ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেছেন বাসটির চাঁদপুরের পরিচালনাকারী মোঃ ফেরদৌস খান।
তিনি বলেন, বিআরটিসি’র এই বাসটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রতিদিন রাত ২ টা ২০ মিনিটে ছেড়ে যায়। আবার চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে দুপুর ২ টা ২০ মিনিটে।
মোঃ ফেরদৌস খান ‘হিলশা নিউজ’-কে আরো বলেন, বিআরটিসি’র এই বাসটি যাত্রীসেবার মান চিন্তা করে কুমিল্লা এবং ফেনীতেও যাত্রী নামার ব্যবস্থা রেখেছে। সেক্ষেত্রে কুমিল্লার জন্য যাত্রী প্রতি ভাড়া মাত্র ২’শ টাকা। তবে ফেনী বা চট্টগ্রাম যেতে যাত্রীদের নির্ধারিত ৪’শ টাকা করেই দিতে হবে। আর যাত্রীরা ভ্রমণের ২ দিন আগেও চাইলে নির্দিষ্ট সিট বুুকিং দিতে পারবেন। এজন্য যাত্রীদের যোগাযোগ করতে হবে চাঁঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার মাইক্রোস্ট্যান্ডের বিআরটিসি’র নিজস্ব কাউন্টারে।
মোঃ ফেরদৌস খান ‘হিলশা নিউজ’-কে আরো বলেন, বিআরটিসি এখন চাঁদপুর টু চট্টগ্রামে মাত্র ১টি এসি বাস চালু রয়েছে। তবে ভালো যাত্রী পেলে আরো ২টি এসি বাস চালু করার পরিকল্পনা রয়েছে। আমরা যাত্রীদের নিরাপদ যাত্রা উপহার দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
