স্টাফ রিপোর্টারঃ বিএনপি কে সংগঠিত করতে সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো মাজহারুল ইসলাম শফিক। বিএনপি মনা নেতাকর্মীকে নিয়ে তিনি সাংবাদিক সংগঠনেও প্রভাব বিস্তারের অপচেষ্টা করতেন। তবে শেষ রক্ষা হয়নি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি করে এবার পুলিশের জালে আটকা পড়লেন তিনি।
৪ এপ্রিল মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
পুলিশি তথ্যে জানা যায়, মাজহারুল ইসলাম শফিক একজন সক্রিয় বিএনপি নেতা এবং তিনি হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি এ সরকারকে বিতর্কিত করতে উপজেলা প্রেসক্লাব নামক একটি সংগঠনের সাধারণ সম্পাদকেরও নেতৃত্বে আসেন।
ঠিক কি অভিযোগে শফিককে আটক করা হয়েছে এমন প্রশ্নে চাঁদপুরের পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শফিক প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং তা তিনি নিজের ফেসবুকে পোষ্ট দিয়ে জনমনে বিভ্রান্তি করেন। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে আমরা তাকে দ্রুত আটক করি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে এ ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে হাইমচর উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি বিএনপি সাধারণ সম্পাদক ডেলটা শফিক পাটওয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার আইডিতে সব সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বিরোধী নানা অপপ্রচারে ভরপুর। তাকে আইনের আওতায় নেয়ায় হাইমচর থানা পুলিশ কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তার মতো আরো যারা নানা লেভাস ধরে প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার চেষ্টা করছে। তাদেরকেও দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বলেন, বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিহাবী ওরোফে ডেল্টা শফিক সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ কে কটাক্ষ করে অপপ্রচার করে আসছে। তিনি হাইমচরে মুখোশধারী একজন প্রতিক্রিয়াশীল রাজনীতিবিদ এবং তার দলের বৃহৎ অংশের কাছেও তিনি বিতর্কিত।
এ বিষয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া বলেন, হাইমচর উপজেলাতে বিএনপি এবং আওয়ামী লীগ অত্যান্ত সহনশীল। কিন্তু এই ডেল্টা শফিক বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি করার সাহস দেখিয়েছে। তিনি দীর্ঘদিন হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারে লিপ্ত। এমনকি সাম্প্রদায়িক উস্কানিতেও ভূমিকা রাখে। তার এমন ঘটনায় দলীয় ভাবেও আমরা ব্যাথিত। তাকে আইনের আওতায় নেয়ায় হাইমচর থানা পুলিশ এবং পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।