ফরিদগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ‘অগ্নিসন্ত্রাসের’ বিরুদ্ধে ৩০ জুলাই রবিবার সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল করে উপজেলা ও পৌর ছাত্রলীগ।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।এই সময় উপস্হিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল হাসান পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় গাজী।
উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ মোজ্জামেল রুপন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান ক্বারী,ছাত্রলীগ নেতা জয়, শিশির, মিলন, সোহাগ মিজি, কিরন, শান্ত, দীপু, মাঈনুদ্দীন, কনক, মারুফ, সিয়াম, মেহেদী, জিহাদ, মাহবুব, মেহেরাজ, আরো অনেকে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।