স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক পিকলু দত্ত পরলোকগমন করেছেন।
১১ আগস্ট শুক্রবার রাতে তার পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এদিকে একাধিক মাধ্যমে খবরটি পেয়ে পিকলু দত্তের পরিবারের সাথে কথা বলেছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছান।
এ বিষয়ে তারা বলেন, পিকলু দত্ত একজন মাঠ চষে বেড়ানো পেশাদার সাংবাদিক এবং সাংবাদিকদের নির্যাতনের যেকোন বিষয়ে ছিলেন সোচ্চার। তিনি বিএমএসএফ এর হয়ে সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ের একজন সক্রীয় সদস্য ছিলেন। তার এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।