স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে যথাযথ মর্যাদায় ৫০ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকালে শহরের অঙ্গীকার পাদদেশে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরের লেকের পাড় অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধাজানাতে ধর্মীয় সংগঠন চাঁদপুর জেলা তরিকত ফেডারেশনের নেতৃবৃন্দ শহরের অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধানজলী জানান। তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি শাফায়েতউল্লাহ, আব্দুর রশিদ মাইজভান্ডারি, সহ সম্পাদক সাংবাদিক আলী এরশাদ, কাজী মোঃ কবির হোসেন, মুফতী মাওলানা নিজাম উদ্দিন চাঁদপুরী শামসুল হক মাষ্টার, নাজির হোসেন পাটোয়ারী, আব্দুল সাত্তার তালুকদার, মোঃ লোকমান হোসেন, মোঃ শাহ আলম, মোঃ আবুল হাসেম, রকি ভান্ডারী, আলম, মাসুদ হাওলাদার, ফারুক পাটোয়ারী সহ প্রমূখ।
এদিকে সকাল সাড়ে ৭ টায় তরিকত ফেডারেশন নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করার পর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ কিয়াম শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, মুক্তিযোদ্ধাদের নেক হায়াত কামনাসহ দেশ ও জাতির জন্য মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়ায় অংশ নেন।