হিলশা নিউজ রিপোর্টঃ মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে এই অনুষ্ঠান হয়। এতে সময় বাড়ার সাথে সাথে রৌদে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে যায়। আর সেই তৃষ্ণা মিটাতেই বিনামূল্যে পানি সরবরাহ করে সামাজিক সংগঠন শিকড়।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত ‘হিলশা নিউজ‘-কে বলেন,২০১৪ সাল থেকে নিয়মিত প্রজেক্ট হিসেবেই আমরা চাঁদপুর স্টেডিয়াম মাঠে মহান বিজয় দিবসের দিন কুচকাআওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনাম্যূলে বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছি। ভবিষ্যতেও যাতে এই মহৎ কাজটি করে যেতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।