চয়ন চন্দ্র ঘোষঃ কাগজে কলমে কমিটি থাকলেও চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সকল কাজের সিদ্ধান্তে হর্তাকর্তা হওয়ায় কমিটির ৭ সদস্য একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ৭ জনই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির অভিবাভক প্রতিনিধি সদস্য হিসেবে ছিলেন।
৪ ফেব্রুয়ারী রোববার সকালে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। যদিও এ পদত্যাগ নিয়েও চলছে চরম নাটকীয়তা ও হাস্যকর কান্ড। তবে বিষয়টি নিয়ে বিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে প্রতিনিধি সদস্যগণ পদত্যগ পত্র জমা দিতে গেলে তিনি তাদের পদত্যাগপত্র জমা নিতে অস্বীকৃতি জানান। পরে সকলে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও ম্যাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেন।
যারা পদত্যাগ করেছেন তারা হলেন, বিদ্যালয়টির অভিভাবক সদস্য নিত্য গোপাল দাস, আবুল কালাম আজাদ, আনিছুর রহমান, গোবিন্দ ঘোষ, সংরক্ষিত মহিলা সদস্য মুক্তি রানী দাস, শিক্ষক প্রতিনিধি বিথীকা মন্ডল এবং মোঃ আবু জাফর।
এ বিষয়ে পদত্যাগকারীগণ বলেন, আমরা শুধুমাত্র কাগজে কলমেই কমিটিতে আছি। অতছ বিদ্যালয়টির সভাপতি জয়নুল আবেদীন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সকল কাজেই করেন সেচ্ছাচারিতা। তারা যেকোন কাজেই আমরা কমিটিতে থাকা সত্ত্বেও আমাদের সাথে কোনরূপ আলোচনা ছাড়াই সকল সিদ্ধান্ত গ্রহন করেন। আর তাই তাদের এরূপ আচরণের কারনে আমরা পদত্যাগ করতে বাধ্য হলাম।
অভিযোগ প্রসঙ্গে নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন,এই কমিটি কুমিল্লা বোর্ড থেকে দেওয়া হয়েছে। তাই তাদেরকে বোর্ডে গিয়ে পদত্যাগ পত্র জমা দিতে বলেছি। তাদের সকল অভিযোগই ভিত্তিহীন ও বানোয়াট।
এদিকে পদত্যাগ পত্র গ্রহণের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন চাঁদপুরের মতলব দক্ষিণের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটোয়ারী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।