স্টাফ রিপোর্টারঃ হঠাৎ করেই গেলো ২ দিন যাবৎ চাঁদপুর লঞ্চঘাটের বিভিন্ন কার্যালয়ে বিদ্যুৎ না থাকায় তাদের মাঝে হিটস্ট্রোক আতঙ্কসহ চরম হতাশা লক্ষ্য করা গেছে।
৮ জুন বৃহস্পতিবার রাতে সরজমিনে চাঁদপুর লঞ্চঘাটে গেলে টিআই কার্যালয়সহ একাধিক কক্ষে বিদ্যুৎ দেখা যায়নি।
চাঁদপুর লঞ্চঘাটের টিআই মোঃ আবদুর রহমান সিকদার ও মোঃ শাহ আলম বলেন, আমরা প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করেও সেবা নিশ্চিতে কাজ করছি। হঠাৎ করেই গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই ঘাটের আমাদের একমাত্র বসার স্থানের কার্যালয়টিতে। এতে বিভিন্ন স্থানে হিটস্ট্রোকের ঘটনা শুনে আমরা আতঙ্কিত। সকলের কাছে দোয়া চাই এবং অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিদ্যুৎ এর এই বিষয়টিতে সুদৃষ্টি চাইছি।
একই কথা জানালেন চাঁদপুর লঞ্চঘাটের বার্দিং সারেং মমিন, পন্টুন সারেং আমিনুল ইসলাম, শামীম, গিয়াস, দুলালসহ অন্যরাও। তারা বলেন, শুধু টিআই কার্যালয়েই নয়। আমাদের পন্টুন সারেং এর কক্ষেও বিদ্যুৎ নেই। এতে করে অন্ধকারে থেকেই হিটস্ট্রোকের আতঙ্কে আমাদের কাজ করতে হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য, চাঁদপুর গেলো ২দিনে নারীসহ একাধিক লোক হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর রয়েছে।