মোঃ আরিফুল ইসলামঃ দেশে বিদ্যুৎ ও জ্বালানী সংকট এবং সীমাহীন দুর্নিতী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচি অনুযায়ী চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
রবিবার (৩১ জুলাই) বিকাল ৩ টায়, জেলা বিএনপির দলিয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, বর্তমান সরকারের দুর্নিতীর কারনে আজকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তারা আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, কথা বলার অধিকার নেই। বর্তমান সরকার আমাদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের লাগাতার আন্দোলন কর্মসুচি অব্যাহত থাকবে।
বিক্ষোভ সমাবেশে অন্যন্নদের মধ্যে চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, এম এ শুক্কুর পাটওয়ারী, চাঁদপুর সরকারী কলেজের সাবেক ভিপি জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।