শ্যামল সরকারঃ গুরুতর অসুস্থ চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা বিপুল রায় কে দেখতে সদর হাসপাতালে ছুটে গেলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল।
২৪ আগস্ট বুধবার রাতে দলীয় নেতাকর্মীকে নিয়ে বিপুলের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান জুয়েল।
এ সময় তিনি বিপুলের আশু আরোগ্য কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবু সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, শাহাদাত গাজী, নাছির উদ্দিন নিশান, সাজ্জাদ হায়দার জুয়েল কান্তি নন্দু, জাহাঙ্গীর আলম শাওন, তাপস রায়, মমিনুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
উল্লেখ্য, বিপুল রায় গতকাল থেকে বুকে ব্যথাজনিত কারনে চাঁদপুর সদর হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।