মামুন হোসাইনঃ ফরিদগঞ্জে আগামী ১০-১২ জুন চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকার ৪ ঘটিকায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করছে। রাজপথ থেকে তাদের অরাজকতা প্রতিহত করার পাশাপাশি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও সজাগ থাকতে হবে। কেননা, মিথ্যা-গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তারা।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে তাদের গুজবের প্রতিবাদ জানাতে হবে। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত বিভাগীয় শান্তি মিছিল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শুধু রাজনীতির মাঠে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নেতারা।
নেতারা আরো বলেন, বিএনপি-জামায়াত গোপনে আবার সন্ত্রাস, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, জনগণ ও পুলিশের ওপর হামলা করার ফন্দি আঁটছে বলে তথ্য রয়েছে যদি তাই হয় তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজপথেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তারা। তারা আরও বলেন, সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থেই যুবলীগ সর্বদা রাজপথে থাকবে।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবু পাটোয়ারী যুগ্ম আহবায়ক, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রাসেল মিজি, যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন, মাজহারুল ইসলাম মিরু, মোয়জ্জেম হোসেন, হৃদয় মিজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধান সম্পাদক মো. হৃদয় গাজীসহ বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।